কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ রোববার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সরদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন—জেলার মিরপর উপজেলার রানাখড়িয়া গ্রামের বাসিন্দা তুহিন প্রামাণিক ও পটুয়াখালীর পশ্চিম শরীয়তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আবদুর রহমান (৩০)।

আলী সরদার বলেন, সকাল সাড়ে ৮টায় মিরপুর উপজেলার রানাখড়িয়া থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন জসীম ও তুহিন নামে ২ ব্যক্তি। কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মঙ্গলবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপায় তুহিন নিহত ও জসিম আহত হন।

এর আগে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় মিনিট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুর রহমান নামে এক ব্যক্তি নিহত হন। রহমান মিনিট্রাকের চালক ছিলেন। তিনি পটুয়াখালী থেকে ইলিশ নিয়ে আসছিলেন, বলেন আলী সরদার।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments