নারায়ণগঞ্জ

বিস্ফোরণের পর আগুনে নিহত ১, আহত ৯

দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ছবি: স্টার

নারাণগঞ্জের নিতাইগঞ্জের একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে ১ জন নিহত হয়েছেন এবং ২ জন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দেয়াল ধসে পড়ায় ৭ জন পথচারী আহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৯টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন নারাণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।

তিনি জানান, ‍২তলা ভবনটির নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। তাদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত আছে।

এই ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লাগে। ছবি: সংগৃহীত

বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ডেইলি স্টারকে জানান, নিহত ব্যক্তির নাম মো. আওলাদ হোসেন (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক। বিস্ফোরণের পর আগুন ও দেয়াল ধসের কারণে ২ জন দগ্ধসহ মোট ৯ জন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভূষি, লবণ ও কাগজের গোডাউন ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস৷

নারায়ণগঞ্জ জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনটি প্রায় শত বছরের পুরোনো বলে ডেইলি স্টারকে জানান নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির৷ তিনি বলেন, '১০ বছর ধরে ভবনটির উপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷'

Comments

The Daily Star  | English

Retaliation 'underway' as India hits Pakistan

New Delhi claims hitting 9 'terrorist sites'; Islamabad says civilians hit, claims downing 5 Indian jets; at least 8 killed; US, UN sound alarm

4h ago