হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জুরাইনের নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন আহসান।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, ২ বন্ধু মিলে মোটরসাইকেলে করে যাওয়ার সময় হানিফ ফ্লাইওভারে গিয়ে নিয়ন্ত্রণ হারালে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় আহসান হোসাইন (২১) মারা যান।

এ ঘটনায় আহত হন আহসানের বন্ধু রাগিব আখইয়ার ফাতিন (২৪)। ফাতিন নটর ডেম কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

আহসানের মা রোকসানা পারভীন জানান, তাদের বাসা জুরাইনের কুসুমবাগে। জুরাইনের নবারুন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন আহসান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত ফাতিনকে জরুরি বিভাগে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments