সাভারে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, ২ বাসে আগুন

‘সকালে আব্দুল্লাহপুরগামী আলী নূর পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলী নুর পরিবহনের ২ বাসে আগুন দেন।’
মোটরসাইকেল চালক নিহত
ঢাকার সাভারের আব্দুলাপুর-বাইপাইল সড়কের জিরাবো এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ২ বাসে আগুন দেন। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আব্দুলাপুর-বাইপাইল সড়কের জিরাবো এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় ২ বাসে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবির হোসেন।

রাজধানীর ডেমরা এলাকার বাসিন্দা নিহত মেহেদী হাসান (৩২) সাভার এলাকায় ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।

কবির হোসেন বলেন, 'সকালে আব্দুল্লাহপুরগামী আলী নূর পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান নিহত হন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলী নুর পরিবহনের ২ বাসে আগুন দেন।'

'সংবাদ পেয়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে ৯টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাস ২টিকে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে,' যোগ করেন তিনি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, ২ বাসের নিয়ন্ত্রণহীন রেষারেষিতে মোটরসাইকেল চালক চাপা পড়ে নিহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা বাস ২টি আটক করে আগুন ধরিয়ে দেয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (ওসআই) মাসুদ আল মামুন ডেইলি স্টারকে বলেন, 'রেষারেষির কারণে মোটরসাইকেল চালক নিহতের ঘটনায় স্থানীয় জনতা বাস ২টিতে আগুন ধরিয়ে দেন৷ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।'

Comments