চট্টগ্রামে জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে জুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
গ্যাসের আগুনে দগ্ধ
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

চট্টগ্রামে জুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামাল আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকাল ১১টা ১০ মিনিটে নগরীর বন্দরটিলা এলাকায় টিসিবি ভবন এলাকায় একটি জুতার গুদামে আগুন লাগে। গুদামের সঙ্গে ওই জুতা প্রতিষ্ঠানের কারখানাও যুক্ত। তবে, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।'

Comments