রামুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের রামুতে ট্রাক ও সিনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ শুক্রবার সকাল ৭টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামুর খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সকালে খুনিয়াপালং এলাকায় দুর্ঘটনায় সিএনজিচালক ও যাত্রীসহ ঘটনাস্থলে ২ জন নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তাদের মধ্যে বদিউল আলম নামের একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।'

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক বলেন, 'সকালে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের রামু উপজেলার খুনিয়াপালংয়ের ভরাব্রিজ এলাকায় কক্সবাজারমুখী অটোরিকশা সাথে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।'

নিহত বদিউল আলম কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য বলে জানিয়েছে পুলিশ।

Comments