কুমিল্লায় কনটেইনারবাহী ট্রেনে সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কা, ৭ কোচ লাইনচ্যুত
কুমিল্লার নাঙ্গলকোটে দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।
আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি কোচ লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
রেলের শীর্ষ এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাসানপুর স্টেশনে পয়েন্টিং ভুলের কারণে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি।'
এদিকে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সোনার বাংলা ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।
তিনি জানান, রেলওয়ে চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা তারিক ইমরানকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সোনার বাংলা ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি গঠিত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেবো আমরা।'
Comments