ত্রিশালে বেইলি ব্রিজ ধসে আহত ৪

বিদ্যুতের ট্রান্সফরমারবাহী একটি লরি অতিক্রম করার সময় ব্রিজটি ধসে পড়ে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে একটি বেইলি ব্রিজ ধসে ৪ জন আহত হয়েছেন। 

আজ বুধবার সন্ধ্যায় উপজেলার চেলেরঘাট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুতের ট্রান্সফরমারবাহী ময়মনসিংহগামী ২২ চাকার একটি লরি অতিক্রম করার সময় ব্রিজটি ধসে পড়ে। 

এ সময় ব্রিজে থাকা একটি প্রাইভেটকারের ৪ যাত্রী আহত হয়েছেন।

ওভারলোডের কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago