পটুয়াখালীতে ট্রলারডুবি: এখনো মেলেনি বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধান

পটুয়াখালীতে ট্রলারডুবি: এখনো মেলেনি বরসহ নিখোঁজ ৪ জনের সন্ধান
নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা তেতুলিয়া নদীর পাড়ে আউলিয়াপুর লঞ্চঘাটে অপেক্ষা করছেন। ছবি: স্টার

পটুয়াখালীর দশমিনা উপজেলার তেতুলিয়া নদীতে বরযাত্রীসহ ট্রলার ডুবির ঘটনায় বরসহ নিখোঁজ ৪ জনের এখনো সন্ধান মেলেনি।

আজ শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় জেলেরা আজ সকাল ৬টার দিকে দুর্ঘটনা কবলিত ইঞ্জিনচালিত ট্রলারটি উদ্ধার করেছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ডেইলি স্টারকে বলেন, 'আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে।'

এদিকে গতকাল বিকেলে উদ্ধার হওয়া অন্তঃসত্ত্বা নারী লিপি বেগমের মরদেহ আজ সকালে জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, মিনা উপজেলার পালদি গ্রামের রাব্বি হাওলাদারের সঙ্গে চর শাহজালালের বাসিন্দা হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত ট্রলারটি শুক্রবার বিকেল ৫টার দিকে মাঝ নদীতে ডুবে যায়।

ওই ঘটনায় বর রাব্বি হাওলাদার, তার মা সেলিনা বেগম, লিপি বেগমের মেয়ে খাদিজা (৮), ও শিশু মারিয়া (৮) নিখোঁজ আছে।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago