পটুয়াখালীর পুরান বাজারে আগুন, দমকলকর্মী-পুলিশসহ আহত ৬

আগুন
পটুয়াখালীর পুরান বাজারের অগ্নিকাণ্ড। ছবি: সংগৃহীত

পটুয়াখালী সদরের পুরান বাজারে আজ বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১ পুলিশ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ২ কর্মীসহ ৬ জন আহত হয়েছেন।

সন্ধ্যা ৬টার দিকে এ আগুন লাগে এবং ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পটুয়াখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজওয়ান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ অগ্নিকাণ্ডে পুলিশের উপপরিদর্শক গোলাম মোস্তফা (৪৫), ফায়ার সার্ভিসকর্মী রাশেদ (৩৩) ও শাহাদাত (৫০) এবং স্থানীয় ৩ তরুণ সরোয়ার, আবদুল্লাহ ও অমিত আহত হয়েছেন।

মো. রেজওয়ান জানান, আহতদের মধ্যে ফায়ার সার্ভিসকর্মী রাশেদকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago