বুড়িগঙ্গায় ভাসছিল তরুণীর মরদেহ

আজ বুধবার সকালে অজ্ঞাত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় নিহতের নাম-পরিচয় জানা যায়।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে রুমা আক্তার নামে (২২) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

আজ বুধবার সকালে অজ্ঞাত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সন্ধ্যায় নিহতের নাম-পরিচয় জানা যায়। তিনি ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার কানিজ মিয়ার মেয়ে।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বুধবার সন্ধ্যায় বলেন, 'বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।'

নিহতের স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, 'মানসিক ভারসাম্যহীন' ওই তরুণী গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। তাদের ধারণা, বুড়িগঙ্গায় গোসলে নেমে তলিয়ে যান তিনি।

এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই শাহজাহান।

Comments