ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজির দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ-ছাত্রদল সংঘর্ষ
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ফেনীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নিহতরা হলেন- কুমিল্লার হোমনা উপজেলার সুবারামপুর এলাকার মো. শিমুল (৩০), তার স্ত্রী ইয়াসমিন (২০) ও পিকআপ ভ্যানচালক আবু সাঈদ (২৯)। আবু সাঈদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

নিহতদের মরদেহ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ২ জন ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজির দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, 'সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, 'এ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দুইজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম থেকে এক দম্পতি বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন। তারা ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার কাজিরদিঘীতে পৌঁছান। এসময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় তাদের মালামাল বহনকারী পিকআপটি। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ৩ জন নিহত হন।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

11h ago