মাওয়ায় পদ্মায় গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিখোঁজ সৌম্যর মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া, পদ্মা, মুন্সিগঞ্জ,
মাওয়া নৌপুলিশের একটি টিম পদ্মায় উদ্ধার কাজ শুরু করে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ২ যুবকের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিখোঁজ সৌম্যর (২৪) মরদেহ উদ্ধার করা হয়। তবে, নুরুল হক নাফিউ (২৯) এখনো নিখোঁজ আছেন।

এর আগে আজ দুপুরে বন্ধুদের সঙ্গে স্পিডবোটে করে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মাহবুব হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'দুর্ঘটনার সংবাদ পেয়ে মাওয়া নৌপুলিশের একটি টিম সঙ্গে সঙ্গে পদ্মা নদীতে উদ্ধার কাজ শুরু করে। তবে, ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল বিকেল ৪টায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করে। পদ্মা সেতুর ১৬ নম্বর পিয়ারের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।'

মাওয়া নৌপুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ৫ বন্ধু দুপুর ১২টার দিকে মাওয়া এলাকায় আসেন। পরে স্পিডবোট নিয়ে তারা মাঝ পদ্মায় গোসল করতে যান। এ সময় ৫ বন্ধুর মধ্যে ২ জন পদ্মার স্রোতে নিখোঁজ হন। তারা ২ জনই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

Comments