মুন্সিগঞ্জে সুপার বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নদী তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। ছবি: স্টার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউনিয়নের জামালদি এলাকায় সুপার বোর্ড কারখানায় আগুন লেগেছে। 

বর্তমানে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ রোববার দুপুর ১টার দিকে ওই ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। নদী তীরে তীব্র বাতাস থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। এ ছাড়া, আশপাশের আরও ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

ছবি: স্টার

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, আনুমানিক দুপুর ১টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পেয়েছেন তারা। প্রাথমিকভাবে দুটি ইউনিট কাজ করে। তবে আগুনের তীব্রতা বাড়ায় নারায়ণগঞ্জের আদমজী ও কুমিল্লার দাউদকান্দি থেকে  ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। 

আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলেও জানান তিনি।

ছবি: স্টার

কারখানাটি টিকে গ্রুপের মালিকানাধীন একটি বোর্ড তৈরির প্রতিষ্ঠান বলে জানা গেছে।

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, 'স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগকে এলার্ট করা হয়েছে। তবে এখনো আমাদের এখানে আহত কাউকে আনা হয়নি।'
 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

48m ago