সিলেট নগর ভবন থেকে স্টিলের পাইপ পড়ে সেনাসদস্য নিহত

সিলেট সিটি করপোরেশনের নগর ভবন। ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশন নগর ভবনের নির্মাণ কাজের সময় ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সিটি করপোরেশনের সূত্রে জানা গেছে, নিহতের নাম দেলওয়ার হোসেন। তিনি সিলেট সেনানিবাসের লেন্স করপোরাল হিসেবে কর্মরত ও বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫০ ফিল্ড আর্টিলারির সদস্য। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার রাংনি উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো নিরাপত্তাব্যবস্থা ছাড়াই নগরভবনের উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজ চলছিল। দুপুর ২টার দিকে নগর ভবনের পাশে সিটি সুপার মার্কেটে কেনাকাটা করছিলেন দেলওয়ার হোসেন। সেসময় ভবনের ওপর থেকে একটি স্টিলের পাইপ তার মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন।

তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় নগর ভবনের নির্মাণকাজে জড়িত জামাল অ্যান্ড কোং এর ৯ জনকে আটক করা হয়েছে।'

তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

এদিকে এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করছে সিলেট সিটি করপোরেশন। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলীম শাহ।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানকে। অন্যান্য সদস্যরা হলেন গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী ‍রিপন কুমার রায়, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম ও সিসিকের নির্বাহী প্রকৌশলী রাজি উদ্দিন খান।

জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় আমি মর্মাহত। ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেবেন। তদন্ত রিপোর্ট অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Trump gives Mexico 90-day tariff reprieve as deadline for higher duties looms

Approximately 85% of Mexican exports comply with the rules of origin outlined in the USMCA

23m ago