সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১২

আজ বুধবার ভোরে সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওসমানী মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে স্বজনদের আহাজারি। ছবি: শেখ নাসের/স্টার

সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুাখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে সিলেটের দ‌ক্ষিণ সুরমার না‌জিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা তাজপুর যাচ্ছিলেন। পথে ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। আহতদের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
 

Comments

The Daily Star  | English

Price capping a windfall for syndicates?

Every time the government tried to fix the price of a good or service, it unwittingly ended up offering a financial bonanza to the market syndicates. From potato to rawhide, from LPG to onions, from fertiliser to sugar, from saline to edible oil, there is rarely any success to speak of.

9h ago