নারায়ণগঞ্জে বাসায় আগুন, একই পরিবারে দগ্ধ ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় লাগা আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার সকালে কাশীপুর ইউনিয়নের সরদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন।
তিনি বলেন, 'রাতে চার্জারফ্যান চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ওই পরিবারের লোকজন। প্রথমে ফ্যানে আগুন ধরে তা গলে যায়। সেখান থেকে বিছানায় আগুন ধরে গেলে একই ঘরে ঘুমিয়ে থাকা পরিবারের ৫ জনই দগ্ধ হন৷'
দগ্ধরা হলেন- মো. সালাম মণ্ডল (৫৫), বুলবুলি বেগম (৪০), সোনিয়া আক্তার (৩০), মো. টুটুল (২৫) ও মেহজাবিন (৭)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে জানিয়েছে পুলিশ।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে একই পরিবারের ৫ জন সদস্য বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। তাদের মধ্যে সালাম মণ্ডলের শরীরের ৭০ শতাংশ, বুলবুলির ২৫ শতাংশ, সোনিয়ার ৪২ শতাংশ, টুটুলের ৬০ শতাংশ ও মেহজাবিনের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
Comments