সিলেটে থেমে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩

সিলেটের ওসমানী নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের ওসমানী নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে উপজেলার সোয়ারগাঁও এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ২ ট্রাকের সংঘর্ষ হয়।

নিহত ৩ জনের মধ্যে ১ জনের পরিচয় জানা গেছে। তিনি হলেন—সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা জসিম মিয়া (৩৫)।

ওসমানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবুল কাশেম আরও বলেন, 'একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যাওয়ায় সড়কের ওপর থেমে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।'

Comments