সড়কে থেমে গেল ২ যুবকের বিদেশ যাওয়ার স্বপ্ন

হাসপাতালে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

বিদেশে ভালো চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন তানভীর ও রফিকুল। 

আজ মঙ্গলবার সকালে যখন তারা ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের পথে রওনা হন, তখনো কেউ ভাবেনি এই যাত্রা হবে জীবনের শেষ গন্তব্য।

কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মুহূর্তেই—একটি কাভার্ডভ্যান এসে ভেঙে চুরমার করে দিল তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি।

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় ঘটে যায় মর্মান্তিক এ দুর্ঘটনা। 

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আসিফুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত তানভীর (২৩) নবীনগর উপজেলার নজরদৌলত গ্রামের ও রফিকুল ইসলাম (২৫) আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

দুজনেই পরিবারের জন্য উপার্জনের আশা নিয়ে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, পাঁচ যাত্রী নিয়ে অটোরিকশাটি সুলতানপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তানভীর ও রফিকুল মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই মো. মাহাবুব আলম ডেইলি স্টারকে জানান, কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজিটি উদ্ধার করা হয়েছে এবং চালক মিজানুর রহমান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
 

Comments

The Daily Star  | English

DU student reportedly identified as arsonist behind Charukola motif fire

Students of the Arabic department claim he is a student of the department and an activist of BCL

19m ago