ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় ট্রাফিক সদস্যসহ নিহত ২

ঘাতক মাইক্রোবাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া মহাসড়ক) দুর্ঘটনায় এক ট্রাফিক পুলিশসহ ২ জন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের জন্য দাঁড়িয়ে থাকা অজ্ঞাত নারীকে চাপা দিয়ে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানে উঠে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং ওই নারী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কমলেশ বাগচি বলেন, 'আহত ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে ১ জন মারা গেছেন।'

হাসপাতালে নিহত মো. মোতালেব পদ্মা সেতু উত্তর থানার সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। তিনি দুর্ঘটনার সময়ে রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানটিতে চা পান করছিলেন।

মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (অর্থ ও প্রশাসন) বজলুল রহমান জানান, মাইক্রোবাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে।

Comments

The Daily Star  | English

Gunfight on Meghna: ‘Robbers’ attack new police camp in Munshiganj

Police suspect arms used in attack were stolen from other police stations last year

1h ago