অতিরিক্ত গতির কারণে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারায় অ্যাম্বুলেন্সটি: তদন্ত কমিটি

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি।  
ছবি: ভিডিও থেকে

ফরিদপুরের ভাঙ্গায় অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি।  

প্রতিবেদনে বলা হয়েছে, 'অতিরিক্ত গতির কারণে অ্যাম্বুলেন্সটির একটি চাকা ফেটে যায়। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়াল সড়কের রেলিংয়ে আছড়ে পড়ে এবং গাড়িতে আগুন লেগে যায়। এতে গাড়িতে থাকা ৮ জনেরই মৃত্যু হয়।'

গতকাল সোমবার বিকেলে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের সঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলাপ করেন।

তদন্ত কমিটি প্রতিবেদনের পাশাপাশি সুপারিশ হিসেবে ওই সড়ক জুড়ে স্পিড ক্যামেরা বসানোর প্রস্তাবনা করেছে বলেও জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, 'এ দুর্ঘটনায় অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।'

প্রসঙ্গত গত শনিবার বেলা ১১টার দিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাহসড়কে ফরিদপুর ভাঙ্গার মালিগ্রাম উড়াল সড়কে অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৭ জন ও চালক নিহত হন।

সেদিন বিকেলে জেলা প্রশাসক ৬ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিপুল চন্দ্র দাসকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়। অন্য সদস্যরা হলেন, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ওরফে শাকিল, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মারুফ হাসান, বিআরটিএর সহকারী পরিচালক মো. এমরান খান, ফরিদপুর দমকল বাহিনীর সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান।

এই কমিটিকে ২ কর্মদিবস অর্থাৎ সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ে তদন্ত কাজ শেষ করে জেলা প্রশাসকের হাতে প্রতিবেদন তুলে দেন।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

1h ago