চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবিতে ১ জনের মৃত্যু, নিখোঁজ ৩

দুপুরে আলাতুলি ইউনিয়নের রানীনগর-টিকর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে ১ জন মারা গেছেন। এ ঘটনায় ৩ জন নিখোঁজ আছেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আলাতুলি ইউনিয়নের রানীনগর-টিকর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নৌকাডুবিতে মৃত এনামুল হক (৬০) আলাতুলি ইউনিয়নের ছয়রশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এছাড়া, নিখোঁজ আছেন একই গ্রামের আব্দুর রহমান (৬২), নেজামউদ্দিন (৬২) ও দেবিনগর ইউনিয়নের চর দেবিনগর গ্রামের পাখি (১৪)।

ওসি সাজ্জাদ হোসেন জানান, দুপুরে আলাতুলির মধ্যচর থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা যাচ্ছিল ছয়রশিয়া গ্রামে। পথে বৃষ্টি আর বাতাস শুরু হলে দেড়টার দিকে নৌকাটি ডুবে যায়। 

এতে নৌকার যাত্রীদের মধ্যে ৪ জন নিখোঁজ হন এবং বাকিরা সাঁতরে তীরে ওঠেন। সন্ধ্যা পর্যন্ত ১ জনের মরদেহ উদ্ধার করা গেছে।

ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যায়। স্থানীয়দের নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালান।

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ৩ জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।

Comments