নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

বাড়ির চারপাশে পানি চলে আসায় একটি ছোট নৌকায় করে ৪ ছেলে মেয়েকে অন্য বাড়িতে পাঠাচ্ছিলেন দিনমজুর বাবা।

সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে নৌবাডুবির এ ঘটনায় ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪) মারা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়া বাড়ির চারপাশে পানি চলে আসায় একটি ছোট নৌকায় করে ৪ ছেলে মেয়েকে অন্য বাড়িতে পাঠায়। পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই তীরে উঠতে পারলেও তিন ভাই বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে পানিতে ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Comments