বজ্রপাতে ৩ জেলায় ৪ জনের মৃত্যু

ব্রজপাতে ৩ জেলায় অন্তত ৪ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রতীকী ছবি

 


ব্রজপাতে ৩ জেলায় অন্তত ৪ জন মারা গেছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর মধ্যে জামালপুরে ২ জন, ময়মনসিংহে ১ জন ও নাটোরে ১ জন মারা গেছেন।

জামালপুরের সদর উপজেলায় বজ্রপাতে মারা গেছেন জামালপুর পৌরসভার মোফাজ্জল আলী ও সদর উপজেলার আব্দুল খালেক। আহত হয়েছেন বানিয়াবাজার এলাকার শাহজাহান ও দুলু শেখ।

স্থানীয়দের বরাতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ জানান, সন্ধ্যায় ক্ষেত থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রঘাতে মারা গেছেন মোফাজ্জল।

অপরদিকে, বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদ থেকে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে আহত হয়েছেন আব্দুল খালেক। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বজ্রাঘাতে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম মো. ইন্তাজ আলী (৭০)। তিনি বিলদোরা গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় জানান, সকাল ১০টার দিকে হাঁস নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই ইন্তাজ আলীর মৃত্যু হয়। এসময় ১২টি হাঁসও মারা গেছে।

নাটোরের বাগাতিপাড়ার মিশ্রীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বোরহান উদ্দিন লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের সুলায়মান আলীর ছেলে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আজম জানান, মিসরিপাড়া স্কুল মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে বোরহান ঘটনাস্থলেই মারা যান।

 

দ্য ডেইলি স্টারের জামালপুর, ময়মনসিংহ ও নাটোর প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

Comments