চট্টগ্রামে মুরাদপুর সাব-স্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামে মুরাদপুর ৩৩/১১ সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আজ রোববার বিকেল সোয়া ৩টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায় বন্দরনগরীর বেশ কিছু এলাকা।

কালুরঘাট জোনের নির্বাহী প্রকৌশলী মো. ময়েন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত ৮টায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলেও, সমস্যা পুরোপুরি সমাধানে কাজ করছিলেন প্রকৌশলীরা।

প্রকৌশলী মো. ময়েন উদ্দিন বলেন, 'বিকেল সোয়া ৩টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ব্রেকার জোনে আগুন লেগে বিদ্যুৎকেন্দ্রের ব্রেকার ক্ষতিগ্রস্ত হয়।'

এ সময় খুলশী, ষোলশহর, কাতালগঞ্জ, মুরাদপুরে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। 

আগুন নেভানোর পর প্রকৌশলীরা বিকেল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহের কাজ শুরু করেন।

Comments

The Daily Star  | English

FDI rose 20% in FY25

Bangladesh saw a rebound in FDI in the fiscal year 2024-25, with net inflows reaching $1.71 billion

11m ago