নিখোঁজের চার দিন পর ২ মাসের শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের মিরকাদিমে নিখোঁজের চার দিন পর দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল ৬টার দিকে পাশের বাড়ির পিছনের ডোবায় থেকে শিশু আযানের মরদেহ উদ্ধার করা হয়। 

আযানের মামা মো. মোক্তার জানান, সোমবার সকাল ৬টার দিকে ডোবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশুটির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটির মরদেহ টেনে তোলেন তারা এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান,  এ ঘটনার জড়িত সন্দেহে রমিজি বেগম নামে এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন এর আগে গত ২৮ সেপ্টেম্বর শিশুটি নিখোঁজ হলে থানায় একটি মামলা হয়।

গত বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুই মাসের শিশু আযান ঘর থেকে কে বা কারা নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শিশুটির মামা মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন।

Comments

The Daily Star  | English

Chief Adviser Yunus unveils July Declaration at Parliament’s South Plaza

Calls for unity, democratic reform, and inclusive governance

6m ago