হাটহাজারীতে খোলা ড্রেনে পড়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

নিপা সকালে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। রাস্তা পানিতে ডুবে ছিল। হঠাৎ রাস্তার পাশের ড্রেনে পড়ে যান তিনি।
নিপা পালিত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় খোলা ড্রেনে পড়ে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার নন্দীরহাট বাদামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নিপা পালিত (২১) হাটহাজারী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিপা সকালে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। রাস্তা পানিতে ডুবে ছিল। হঠাৎ রাস্তার পাশের ড্রেনে পড়ে যান তিনি।

সকালে ওই সড়কে তেমন কোনো মানুষ ছিল না। তাই পড়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। 

Comments

The Daily Star  | English

28 killed in mob beatings in September

Says HRSS report; 16 killed in 83 incidents of political violence last month

6m ago