নারায়ণগঞ্জে চলন্ত মাইক্রোবাসে আগুন

রূপগঞ্জে আগুন লেগে পুড়ে যায় মাইক্রোবাসটি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি।

শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এর কাঞ্চন সেতুর পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মাইক্রোবাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার রতন রায়ের। তিনি বলেন, আগুন লাগার সময় গাড়িতে যাত্রী ছিলেন না। চালক বেরিয়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটি পুড়ে গেছে।

রাজধানীর নতুন বাজার থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাত্রীদের পূর্বাচলে নামিয়ে দেওয়ার পর ফেরার পথে হঠাৎ আগুন ধরে যায় বলে জানান গাড়িটির চালক রাজিব মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িতে আগুন লাগার পর সড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে প্রায় চার কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ সড়কের যানচলাচল স্বাভাবিক করে।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago