পাহাড়ি ঢলে ভেসে যাওয়া মেয়ের মরদেহ উদ্ধার, মা নিখোঁজ
বান্দরবানের রোয়াংছড়িতে হঠাৎ করে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যান মাহ্লা খেয়াং (৪৮) ও তার মেয়ে মানু (১৭) খেয়াং। এ ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানু খেয়াংয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা, তবে মাহ্লা খেয়াং এখনো নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়ন পরিষদের তারাছা খাল পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন নোয়াপতং ইউনিয়নের ক্রংহ্লাই পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূতে জানা গেছে, মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে তারাছা খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যান।
খবর পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানু খেয়াংয়ের মরদেহ উদ্ধার করে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত মাহ্লা খেয়াং নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, 'পাহাড়ি ঢলে ভেসে যাওয়া মা-মেয়ের মধ্যে মেয়ের মরদেহ উদ্ধার করা গেলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।'
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান রাতে দ্য ডেইলি স্টারকে জানান, 'ঘটনাস্থলটি রোয়াংছড়ির দুর্গম এলাকা হওয়ায় রাতে যাওয়া সম্ভব হয়নি। আগামীকাল সকালে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হবে।'
আজ সকালে ডিউটি অফিসার জমির উদ্দিন জানান, 'ইতোমধ্যে ঘটনাস্থলে এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ টিম পাঠানো হয়েছে।'
Comments