দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, নেপালি ২ শিক্ষার্থী আহত

দিনাজপুর সদরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ নেপালি শিক্ষার্থী আহত হয়েছেন।
ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: সংগৃহীত

দিনাজপুর সদরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ নেপালি শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ২টার দিকে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইকচালক মো. আকরামুল হক দিনাজপুর পৌর এলাকার রামনগর (গোবরাপাড়া) গ্রামের নেজাম উদ্দিনের ছেলে।

আহত ২ নেপালি শিক্ষার্থী হলেন মকবুল হোসেন ও ট্রাফেং কেসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা দ্য ডেইলি স্টারকে জানান, দিনাজপুর শহর থেকে ইজিবাইকে ক্যাস্পাসে ফিরছিলেন ওই ২ শিক্ষার্থী। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সামনে এলে একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়েছে। 

এ ঘটনার প্রতিবাদে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

Comments