টাঙ্গাইলে ট্রাকসহ ভেঙে পড়েছে বেইলি সেতু

সেতু ভেঙে পানিতে পড়ে যাওয়া ট্রাকটি থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে।
টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের দুল্লা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ছবি: স্টার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি বেইলি সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে বালুবোঝাই একটি ডাম্প ট্রাক পাড় হওয়ার সময় জরাজীর্ণ সেতুটি ভেঙে পড়ে।

পরিবহন শ্রমিক এবং স্থানীয়রা জানান, টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের দুল্লা এলাকায় স্থাপিত সেতুটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। রাতে বালুবাহী ট্রাকসহ সেতুটি ভেঙে পড়ে। এতে এই এলাকার সাথে টাঙ্গাইল জেলা শহরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ছবি: স্টার

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা জানান, সেতু ভেঙে পানিতে পড়ে যাওয়া ট্রাকটি থেকে চার জনকে উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। এদের মধ্যে একজনকে চিকিৎসা দিতে হয়েছে।

রেজাউল করিম নামে স্থানীয় একজন জানান, সেতুটি ভেঙে পড়ায় যাত্রীদের কয়েক কিলোমিটার ঘুরে টাঙ্গাইল-নাগরপুর সড়কের এলাসিন দিয়ে জেলা সদরে যেতে হচ্ছে। এছাড়া গন্তব্যে যেতে অনেকেই অতিরিক্ত খরচ করে নৌকায় পাড় হয়ে অপর প্রান্তে গিয়ে যানবাহন ধরছেন।

ছবি: স্টার

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান, বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করে যোগাযোগ পুণঃস্থাপিত করতে সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিউল হোসেন, ভেঙে পড়া সেতুটি খুলে পুণঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 'আশা করছি আগামী তিন দিনের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হবে,' তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

1h ago