রাজবাড়ীতে বালুচাপায় নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ঘাট এলাকায় বালুচাপায় তিন জন নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হান্নান শেখের বালুর চাতালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রহিম শেখ (৫২) মারুফ শেখ (১৯) ও রিমন।
নিহত রহিম শেখের বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে। নিহত মারুফ শেখের বাড়ি চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের। তারা শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহত রিমন ট্রাক সহকারী হিসেবে কাজ করতেন।
বালুর চাতালের ব্যবস্থাপক দাউদ শেখ দ্য ডেইলি স্টারকে বলেন, 'জৌকুরা ঘাট এলাকায় হান্নান শেখের চাতালে ওই তিন জন ট্রাকে বালু তুলছিলেন। বালুর ওপর ট্রিপল দেওয়ার অল্প সময় পর চাতালের বালু ধসে পড়লে তারা সরে যেতে পারেননি।'
তিনি আরও বলেন, 'স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাখাওয়াত হোসেন ডেইলি স্টারকে বলেন, 'হাসপাতালে পৌঁছানোর অন্তত ২০ মিনিট আগে তারা মারা যান। মৃত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে।'
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের বলেন, 'ট্রাকে বালু তোলার পর বালুচাপায় তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাতাল মালিকের অবহেলা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।'
Comments