পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক হাসপাতালে

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানার জেনারেটর রুমে বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল মঙ্গলবার রাতে কাশীপুর ইউনিয়নের উত্তর নরসিংপুর এলাকায় জার্জিস কম্পোজিট নিট ইন্ডাষ্ট্রিজ (প্রাইভেট) লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিক মো. হায়দার (২৭) নরসিংপুর এলাকার হারুনের ছেলে এবং মো. মিলন (২৩) একই ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার শাহাবুদ্দিনের ছেলে।

তারা দুজনই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, হায়দারের শরীরের ৯৭ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। অপর শ্রমিক মিলনও ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। দুজনকেই হাসপাতালে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, কারখানার জেনারেটর কক্ষের পাইপলাইন দিয়ে গরম গ্যাস নির্গমন হয়। ওই পাইপে গ্যাসের তীব্র চাপ ছিল। গ্যাসের চাপ থেকেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি।

বিস্ফোরণের ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম।

Comments

The Daily Star  | English

Suspected robbers attack police camp on the Meghna

Suspected robbers launched an assault on a newly established police camp in Munshiganj’s Gajaria upazila yesterday, sparking a gunfight between them and law enforcers yesterday.

5h ago