নারায়ণগঞ্জে স্টিল মিলে ‘গ্যাস পাইপে বিস্ফোরণে’ ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শনিবার ভোরে শারমিন স্টিল কারখানায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি স্টিল মিল কারখানায় গ্যাস লাইনের পাইপে বিস্ফোরণের ঘটনায় ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে গোদনাইলের শারমিন স্টিল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

এ ঘটনায় দগ্ধ শ্রমিক সাইফুল ইসলাম (৩০), ইকবাল হোসেন (২৫), মোজাম্মেল হক (৩০), মো. জাকারিয়া (২০) ও শরিফুল ইসলাম (৩২) রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

দগ্ধদের মধ্যে মোজাম্মেলের অবস্থা সংকটাপন্ন৷ তার শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে বলে জানান হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

এছাড়া সাইফুলের ৬০ শতাংশ, শরিফুলের ৫৭ শতাংশ, জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবালের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে৷ তাদের অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক।

সিদ্ধিরগঞ্জের ওসি গোলাম মোস্তফা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন৷ কারখানার লোকজন জানিয়েছে, কারখানার গ্যাস লাইনে অতিরিক্ত চাপ থাকার কারণে হঠাৎ বিস্ফোরণ হয়।

'প্রাথমিকভাবে দুর্ঘটনাই মনে হচ্ছে। তবে কারখানা কর্তৃপক্ষের কোনো অবহেলা বা ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে,' যোগ করেন তিনি।

Comments