ছোট ভাইয়ের স্ত্রীকে খুনের পর ছুরি হাতে থানায় যুবক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বড় ভাইয়ের (ভাসুর) বিরুদ্ধে। আজ রোববার সকালে এই ঘটনার পর অভিযুক্ত রবিউল হাসান আবির (৪০) নিজেই রক্তমাখা ছুরিসহ থানায় এসে আত্মসমর্পণ করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নারীর নাম নদী আক্তার (২৫)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে। অভিযুক্ত রবিউল বন্দর উপজেলার কুশিয়ারা গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীর স্বামী রাসেল মিয়া বিদেশে থাকেন। বিদেশে যাওয়ার আগে রাসেলের মা তার জন্য একটি বেসরকারি ব্যাংক থেকে ক্ষুদ্রঋণ নিয়েছিলেন। সেই ঋণের জিম্মাদার হয়েছিলেন রাসেলের বড় ভাই রবিউল। কিন্তু ঋণের টাকা পরিশোধ না করেই রাসেল বিদেশে চলে যান। ঋণের টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে রবিউলকে চাপ দেওয়া হলে এ নিয়ে পরিবারে কলহ শুরু হয়।
ওসি লিয়াকত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক কলহের জেরে আজ সকালে রবিউল তার ছোট ভাইয়ের স্ত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, সকাল নয়টার দিকে রবিউল রক্তমাখা ছুরিসহ থানায় এসে আত্মসমর্পণ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কুশিয়ারা এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করে।'
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রবিউলকে আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Comments