ভৈরবে দুর্ঘটনা

৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সিলেট-চট্টগ্রাম-কিশোরগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক

দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ভৈরব রেলওয়ে স্টেশন। ছবি: স্টার

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সিলেট, চট্টগ্রাম ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার (ঢাকা বিভাগ) শাহআলম কিরন শিশির।

এর আগে আজ বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব স্টেশনের আউটারে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Comments