গাজীপুরে চাঁদপুর বাজারে আগুন

গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর বাজারে আগুন লেগেছে। আগুনে শতাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ বিকেল ৫টায় বাজারটিতে আগুন লাগার খবর পাওয়া যায়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে প্রত্যক্ষদর্শী এমদাদুল হক আরমান জানান, গ্যাসের সিলিন্ডারের দোকানে প্রথমে আগুন লাগে।
কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, আগুন লাগার খবর শুনে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠিয়েছি। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম বলেন, আগুন নেভানোর কাজ চলছে।
বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমানত হোসেন খান দ্য ডেইলি স্টারকে জানান, আমি ঘটনাস্থলে আছি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
চাঁদপুর বাজারে পাঁচ শতাধিক দোকান রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান।
Comments