গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আগুন
প্রতীকী ছবি

ঢাকার গাবতলী শাহী মসজিদ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টা ৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।

তিনি জানান, ঘনবসতিপূর্ণ ওই বস্তির আগুন দ্রুত ছড়িয়ে পড়লে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁওয়ের আটটি ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

7h ago