টাঙ্গাইলে তেলবাহী লরির সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়িতে এ দুর্ঘটনার পর সড়কে যানজটের সৃষ্টি হয়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় একটি তেলবাহী লরির সঙ্গে যাত্রীবাহী থ্রি-হুইলারের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর ব্যস্ত সড়কটিতে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা থ্রি-হুইলারের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং তাদের মধ্যে পথে একজন মারা যান।

উদ্ধার অভিযান চলছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা সুজন মিয়া জানিয়েছেন।

Comments