নাটোরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

অটোরিকশাকে চাপা দেওয়া শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
শ্যামলী বাস
বাসটি জব্দ করা হয়েছে। ছবি: সংগৃহীত

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-লালপুর উপজেলার ধুপলইল এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৫০) ও তার স্ত্রী রওশন আরা বেগম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি রাজশাহী যাওয়ার সময় দুপুরে টেক্সটাইল ইনস্টিটিউটের কাছে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে রওশন আরার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে আব্দুর রহিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, 'এ ঘটনায় শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Comments