মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে চালক নিহত, আহত ১০

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ১০ যাত্রী।

আজ শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক মিতু মিয়া (৩০) জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের বাসিন্দা।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) কে এম মিরাজ উদ্দিন জানান, ঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসা রাজধানী এক্সপ্রেসের একটি বাস দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ভাটবাউর এলাকার গুডলাক সিএনজি পেট্রোল পাম্পের সামনে পৌঁছায়। ঠিক তখনই ওই পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কে উঠে মাইক্রাবাসটি।

এ সময় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ হলে দুটিরই  সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মাইক্রেবাসের চালক মিতু মিয়া মারা যান।  বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।

আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা কে এম মিরাজ উদ্দিন।

Comments