৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন

বিকেল সোয়া ৪টার দিকেও গুদামটিতে আগুন জ্বলতে দেখা গেছে। ছবি: স্টার

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় সাত ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'প্ল্যাস্টিক, রাবারের মতো জিনিসপত্র থাকায় আগুন নেভাতে সময় লাগে। তবে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।'

প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের ভাষ্যমতে, দুপুর পৌনে ১টার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। এই পাইপগুলো মূলত ড্রেজিংয়ের কাজে জাহাজে ব্যবহার করা হয়। 

শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।

এক প্রশ্নের জবাবে আনোয়ারুল হক বলেন, 'আমরা আগুন নেভাতে ফোমের ব্যবহার করেছিলাম, কিন্তু খোলা জায়গা হওয়ায় তা কাজে আসেনি। তাই পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হয়।'

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, 'এ ব্যাপারে বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে।'

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

বিআইডব্লিউটিএ'র সদস্য (অর্থ) কমান্ডার মো. রফিউল হাসাইন ডেইলি স্টারকে বলেন, 'আমাদের কিছু ওয়েস্টেজ মালামাল স্তূপাকারে রাখা ছিল। সেখানেই আগুন লাগে। আমরা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে, তারা আগুন ছড়িয়ে পড়া থেকে নিয়ন্ত্রণে রেখেছেন।'

আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

 

Comments

The Daily Star  | English

All customs houses open this weekend to clear backlog

All customs houses across the country will remain open for import and export activities this weekend – today and tomorrow..The customs policy wing of the National Board of Revenue (NBR) yesterday issued directives to the customs houses in Chattogram, Dhaka, Benapole, Mongla, Customs House

1h ago