রুমায় চাঁদের গাড়ি উল্টে নিহত ১, আহত ৫

রুমায় পাহাড়ি কাঁচা রাস্তায় চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় পাহাড়ি কাঁচা রাস্তায় চান্দের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৫ জন।

আজ সোমবার সকালে রুমা সদর ইউনিয়নের সামাখাল পাড়ার নাজেরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লিংএ খুমি (১৭) সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ক্যইত পাড়ার কুহই খুমির মেয়ে ছিল। 

আহতরা হলেন-রুমা উপজেলার সামাখাল পাড়ার প্রুসা অং মারমা (৫৫), থোয়াই সা মং মারমা(৫৫), মংসিং ওয়ং মারমা (২৫) এবং ক্যইত পাড়ার পুলং খুমি (৪৫) ও মেকি খুমি (১৭)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটের দিন হওয়ায় সকালে যাত্রী নিয়ে সামাখাল পাড়া থেকে রুমা বাজারে যাচ্ছিল গাড়িটি। পাহাড়ি পথে নাজেরাট পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গাইডওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। 

রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান শৈমং মারমা শৈবং ডেইলি স্টারকে জানান, গাড়ি উল্টে গেলে যাত্রী লিংএ খুমি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানতে চাইলে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ শৌগাত উল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনকে ভর্তি করা হয়েছে। '

ওসি মুহাম্মদ শাহজাহান বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'গাড়িটি জব্দ করে থানায় নেওয়া সম্ভব হয়নি এবং গাড়ির চালক পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'

Comments

The Daily Star  | English

No one involved in mob violence will be spared: home adviser

He credits the media and digital platforms for enabling quicker responses

32m ago