চট্টগ্রামে সুগার মিলে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সুগার মিলে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ইছানগর এলাকার এস আলম রিফাইনড সুগার মিলে আগুন লেগেছে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানার আওতাধীন এলাকার ওই মিলে আগুন লাগে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

'ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি', বলেন আবদুল মালেক।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তারা এখন ফায়ার সার্ভিসকে সহায়তা করছে।

'আমরা যতটুকু তথ্য পেয়েছি, ভেতরে কেউ আটকা পড়েনি', বলেন তিনি।

জানতে চাইলে এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক ডেইলি স্টারকে বলেন, 'সুগার মিল চালু ছিল। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানতে পারিনি। ভেতরে কেউ আটকা পড়েছে কি না, তাও এখনো জানতে পারিনি।'

এস আলম রিফাইন্ড সুগার মিলের ব্যবস্থাপক হাসমত আলী ডেইলি স্টারকে জানান, মিলের গুদামের উপরের অংশে আগুন লেগেছে। গুদামে ৭০ হাজার টন কাঁচা চিনির মজুত ছিল।

গত ডিসেম্বর-জানুয়ারিতে এই কাঁচা চিনি আমদানি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, শ্রমিকরা গুদামে কাজ করছিলেন।

মিলের গুদামঘরের শ্রমিক সারোয়ার সানী বলেন, কাঁচা চিনি একটি বেল্টের মাধ্যমে জাহাজ থেকে গুদামে পৌঁছায়। ওই বেল্টের উপরের অংশে আগুন লাগে।

'আমাদের কাছে অগ্নিনির্বাপক সরঞ্জাম থাকলেও আগুন লাগার জায়গাটি মাটি থেকে অনেক উঁচুতে হওয়ায় আমরা আগুন নেভাতে পারিনি', বলেন তিনি।

Comments

The Daily Star  | English

From lost playgrounds to booming business

In the memories of those who grew up before the turn of the millennium, the playground was a second home.

2h ago