জাফলংয়ে বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত

সিলেট
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট-তামাবিল মহাসড়কে পর্যটকবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের উমনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরশ (৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সালিহর গ্রামের রাসেল আহমেদের ছেলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ বাসযাত্রী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পর্যটকবাহী বাসটি জাফলংয়ের পথে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ট্রাকের চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

6h ago