নিয়ন্ত্রণে এসেছে গুলশানের এডব্লিউআর ভবনের আগুন

ভবটির ১৭ তলার একটি রেস্টুরেন্টের কর্মী রিয়াদুল মোড়ল দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা অগ্নিনির্বাপক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
awr tower
এডব্লিউআর টাওয়ার। ছবি: স্টার

ঢাকার গুলশানে এডব্লিউআর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল সোয়া ৪টার দিকে গুলশান-১ এ ভবনটির নবম তলায় বাইরের দিকে আগুন লেগেছিল।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ভবটির ১৭ তলার একটি রেস্টুরেন্টের কর্মী রিয়াদুল মোড়ল দ্য ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই তারা অগ্নিনির্বাপক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, ভবনটির বাইরের দিকে আগুন লেগেছিল। ভবনের সিঁড়ি ও পাশের ভবন থেকে তারা আগুন নেভানোর কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যে একটি এসি বিস্ফোরিত হয়। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসি বিস্ফোরণে কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

 

Comments