গুলশানে আগুন: ২ মাসের শিশুসহ উদ্ধার ২২

১২ তলা ভবনের সপ্তম তলায় আগুন লাগে
আগুন লাগা ভবন থেকে বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: স্টার

রাজধানীর গুলশান ২ এলাকার ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ওই ভবন থেকে অন্তত ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও ২ মাসের এক শিশু রয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১ জন মারা গেছেন।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানিয়েছেন, ভবনটির ১১ তলা থেকে ৩-৪ জনকে লাফ দিয়ে নিচে পড়তে দেখা গেছে। তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজনকে উদ্ধারের আশায় জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। 

 

Comments