বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

স্টার ডিজিটাল গ্রাফিক্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তায় শতাধিক শ্রমিক মহাসড়কের পাশে জড়ো হয়ে এক ঘণ্টা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, কয়েক মাস ধরে বেতন না পেয়ে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মালিকপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও এখনো বেতন পরিশোধ করেনি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, সড়ক অবরোধ করবেন না। বরং ঢাকায় শ্রম ভবনের সামনে গিয়ে বকেয়া বেতনের দাবিতে কর্মসূচি পালন করবেন।'

তিনি জানান, বিক্ষোভ চললেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন। আমি ২০১১ সাল থেকে এখানে কাজ করছি, এখনো পাঁচ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট পাইনি।'

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর সভাপতি শফিউল আলম বলেন, 'কারখানাটি এক বছর আগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে নারী শ্রমিকদের প্রসূতিকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটসহ শ্রমিকদের সব পাওনা আটকে রেখেছে মালিকপক্ষ।'

ডার্ড গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

14m ago