কুমিল্লায় প্রাণ কোম্পানির গোডাউনের আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষতির আশঙ্কা

তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় 'প্রাণ আর আর এফ এল' কোম্পানির একটি ডিপোতে আগুনের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার দুপুর ২টায় ডিপোতে আগুন লাগে। ভয়াবহ এই আগুনের তীব্র লেলিহান শিখা যা প্রায় আট কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছিল।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মীর মোহাম্মদ মারুফ বলেন, 'ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে।'

তীব্র আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও কেউ হতাহত হয়েছে কি না এ বিষয়ে খোঁজ নিয়ে সাংবাদিকদের জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Comments