গাজী টায়ারসের কারখানায় আবার আগুন জ্বলে উঠেছে

তবে, এ আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আজ সন্ধ্যা ৭টা দিকে ভবনটিতে আগুন জ্বলতে দেখা য্যা। ছবি: স্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে গাজী টায়ারস কারখানার ছয়তলা ভবনে আজ আবার আগুন জ্বলে উঠেছে। 

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ওই ভবনে কিছুটা ফ্লেম এখনো রয়েছে। কারণ, ভেতরে সব প্লাস্টিক আর রাবার। এগুলো গলে গলে পড়ে উত্তাপ থেকে আগুন ধরে যায়।

তবে, এ আগুন ছড়ানোর কোনো সুযোগ নেই। ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান তিনি।

মঙ্গলবার ভোর পাঁচটায় ফায়ার সার্ভিস ওই ভবনের আগুন নিভিয়ে ফেলার কথা জানায়।

এরপরেও মঙ্গলবার দুপুর থেকে ভবনটির বিভিন্ন অংশে অল্প আগুন দেখা যায়। বিকেলের পর থেকে তা বাড়তে থাকে। 

 

Comments